আন্তর্জাতিক

শনিবার তালেবানের সরকার গঠনের ঘোষণা : মুখপাত্র


Warning: strlen() expects parameter 1 to be string, array given in /home/khalinews/public_html/wp-includes/functions.php on line 262
(Last Updated On: )

আফগানিস্তানের তালেবান কর্তৃপক্ষ শুক্রবার (৩ সেপ্টেম্বর) সরকার গঠনের ঘোষণা থাকলেও তা আজ হচ্ছে না। শনিবার (৪ সেপ্টেম্বর) সরকার গঠন হতে যাচ্ছে বলে জানিয়েছেন দলটির মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এই তথ্য জানা যায়।

শুক্রবার এক বিবৃতিতে জাবিউল্লাহ জানান, ‘শনিবার (৪ সেপ্টেম্বর) নতুন সরকারের কাঠামো ঘোষণা হবে’।
এদিকে, তালেবানের তথ্য ও সংস্কৃতি বিষয়ক কমিশনের জ্যেষ্ঠ কর্মকর্তা মুফতি ইনামুল্লাহ সামানগানি বলেছেন, ‘নতুন সরকার নিয়ে আলোচনা প্রায় চূড়ান্ত এবং মন্ত্রিসভার বিষয়ে প্রয়োজনীয় আলোচনা হয়েছে।’

তালেবানের সহ-প্রতিষ্ঠাতা মোল্লা আব্দুল গণি বারাদার নতুন সরকারের নেতৃত্ব দিচ্ছেন। সরকারের গুরুত্বপূর্ণ পদে থাকতে পারেন তালেবানের প্রতিষ্ঠাতা মোল্লা ওমরের ছেলে মোল্লা মোহাম্মদ ইয়াকুব, শের মোহাম্মদ আব্বাস স্টানেকজাই। নাম প্রকাশে অনিচ্ছুক শীর্ষ পর্যায়ের এক তালেবান কর্মকর্তা বলেন, দলের গুরুত্বপূর্ণ নেতারা কাবুলে পৌঁছেছেন। জানা যায়, তালেবানের সর্বোচ্চ নেতা হাইবাতুল্লাহ আখুন্দজাদা ধর্মীয় বিষয় এবং ইসলামের আলোকে শাসন পরিচালনার বিষয়টি দেখবেন।

ধারণা করা হচ্ছে সর্বোচ্চ নেতা হিসেবে দলের প্রধান হাইবাতুল্লাহ আখুন্দজাদাকে নিয়োগ দেয়া হচ্ছে। এছাড়া সরকার পরিচালনার ব্যাপারে তালেবান কর্তৃপক্ষ আরেকটি মুসলিম দেশ ইরানকে অনুসরণ করছে।