চট্টগ্রাম

শিবিরের ঝটিকা মিছিল থেকে ৪ কর্মী গ্রেফতার  

(Last Updated On: )

নগরের মুরাদপুর এলাকায় শিবিরের ঝটিকা মিছিল থেকে ৪ কর্মীকে গ্রেফতার করেছে পাঁচলাইশ থানা পুলিশ।  

শুক্রবার (২৮ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে ষোলশহর রেলস্টেশন থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়।

পরে সেটি নগরের মুরাদপুর এলাকায় এলে পুলিশের ধাওয়ায় ছত্রভঙ্গ হয়ে পড়ে। এসময় বিভিন্ন গলি থেকে তাদের আটক করা হয়।  

গ্রেফতারকৃতরা হলেন- ফাহিম (২১), তারেক আহমদ (১৮), তৌহিদুল ইসলাম (১৮), মোহাম্মদ নূরুল ইসলাম পারভেজ (২২)।  

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন মজুমদার বলেন, শিবিরের ঝটিকা মিছিল থেকে ৪ জন নেতা-কর্মীকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।