আন্তর্জাতিক

সরকার গঠনের অনুষ্ঠানে যে ৬ দেশকে আমন্ত্রণ জানাল তালেবান


Warning: strlen() expects parameter 1 to be string, array given in /home/khalinews/public_html/wp-includes/functions.php on line 262
(Last Updated On: )

আফগানিস্তানের পাঞ্জশির প্রদেশ সম্পূর্ণ দখলে নেওয়ার পর তালেবানের নেতৃত্বে নতুন সরকার গঠনের অনুষ্ঠানে তুরস্ক ও চীনসহ ছয়টি দেশকে আমন্ত্রণ জানানো হয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে বিষয়টি নিশ্চিত করেছেন দলটির একজন নেতা।

ওই নেতা জানান, তুরস্ক, চীন, রাশিয়া, ইরান, পাকিস্তান ও কাতারকে সরকার ঘোষণার অনুষ্ঠানে অংশগ্রহণের আমন্ত্রণ জানানো হয়েছে।

তবে বিবিসি জানিয়েছে, তালেবানের নতুন সরকার ঘোষণা এখন সময়ের ব্যাপার মাত্র। সোমবার সকালে দলের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ জানিয়েছেন, গুরুত্বপূর্ণ সব সিদ্ধান্ত এরইমধ্যে নেওয়া হয়ে গেছে। এখন টেকনিক্যাল কিছু বিষয় নিয়ে কাজ করা হচ্ছে।

তিনি বলেন, হানাদাররা কখনও দেশের ভালো করে না। দেশবাসীই দেশের ভালো চায়। যুদ্ধ শেষ। স্থিতিশীল সরকার গঠনের পথে রয়েছে আফগানিস্তান।

এদিকে আফগানিস্তানে তালেবানের উত্থানে এ অঞ্চলের আরেক দেশ ভারতের উদ্বেগের যথেষ্ট কারণ রয়েছে বলে মন্তব্য করেছেন সাবেক সিআইএ কর্মকর্তা ডগলাস লন্ডন। দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিম এশিয়ায় সিআইএ’র সন্ত্রাস দমন বিষয়ক বিভাগের সাবেক এই প্রধান বলেন, তালেবান স্পষ্টতই ভারতকে একটি হুমকি হিসেবে বিবেচনা করে।

তিনি বলেন, ‘আমি মনে করি ভারতের উদ্বেগের যথেষ্ট কারণ রয়েছে। জিহাদি গোষ্ঠীগুলোর প্রতি পাকিস্তানের সমর্থনের ফলে এমন একটি শক্তির (তালেবান) উত্থান ঘটেছে যারা শেষ পর্যন্ত ইসলামাবাদেরও নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে।’