জাতীয়

সাংবাদিকের দিকে তেড়ে আসলেন ছাত্রলীগ নেতা


Warning: strlen() expects parameter 1 to be string, array given in /home/khalinews/public_html/wp-includes/functions.php on line 262
(Last Updated On: )

রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি) ছাত্রলীগের প্রোগ্রামে যাওয়াকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ে কর্মরত এক সাংবাদিককে মারতে উদ্ধত হন ছাত্রলীগের সভাপতি মাসুদুর রহমান মিঠু। এ সময় সাংবাদিক এমদাদুল হকের দিকে তেড়ে এসে তিনি বলেন, ‘থাপ্পড় মেরে তোর কান ফাটায় দিব। ’

আজ রোববার সকালে অ্যাকাডেমিক ক্লাসে যাওয়ার সময় এ ঘটনা ঘটে। এমদাদুল হক দেশের জাতীয় একটি দৈনিকের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি।

ভুক্তভোগী সাংবাদিক বলেন, ‘সকাল ৯টায় ক্লাসে যাওয়ার সময় বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরির সামনে আমাকে পথরুদ্ধ করে ছাত্রলীগের রাজনৈতিক প্রোগ্রামে যেতে বলেন সভাপতি। এ সময় আমি সাংবাদিক পরিচয় দেওয়ার পরে তিনি আমার দিকে হাত উঠিয়ে তেড়ে এসে বলেন, থাপ্পড় মেরে তোর কান ফাটায় দিব। এ সময় তিনি ও তার পাশে থেকে কয়েকজন আমার সঙ্গে উচ্চবাচ্য করেন। সভাপতি আবারও আমার গায়ে হাত রেখে জোরপূর্বক রাজনৈতিক প্রোগ্রামে যাওয়ার জন্য বাধ্য করতে থাকেন।’

প্রত্যক্ষদর্শী শেকৃবি সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক ওলী আহম্মেদ বলেন, ‘সাংবাদিক এমদাদ ও আমি একই ব্যাচে হওয়ায় সে সময় আমিও ক্লাসে যাচ্ছিলাম। লাইব্রেরির সামনে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে আমিও সেখানে এগিয়ে গিয়ে সাংবাদিক ও সাংবাদিক সমিতির পরিচয় দিলে সভাপতি মাসুদুর রহমান মিঠু হেয় প্রতিপন্ন করে বলেন, তোমাদের আমি চিনি। কমিটি দিছ আমাদের সঙ্গে দেখা করস?’

‘এ সময় সেখানে শাখা ছাত্রলীগ সাধারণ সম্পাদক মিজানুর রহমান বলেন, চলো চলো প্রোগ্রামে চলো। আমি তাদের বলেছি আপনারা যান, সাংবাদিকরা নিউজ কাভার করবে’, বলেন ওলী আহম্মেদ।

এ সম্পর্কে জানতে সভাপতি মাসুদুর রহমান মিঠুকে মুঠোফোনে বারবার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হারুন-উর-রশিদ সুমন বলেন, ‘ভুক্তভোগী সাংবাদিকের কাছ থেকে বিষয়টি মৌখিকভাবে জেনেছি। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেব।’