চট্টগ্রাম

সাড়ে ৭ হাজার শিক্ষার্থী কলেজে ভর্তির জন্য মনোনীত হয়নি


Warning: strlen() expects parameter 1 to be string, array given in /home/khalinews/public_html/wp-includes/functions.php on line 262
(Last Updated On: )

তিন দফা শেষেও একাদশ শ্রেণির অনলাইনে ভর্তির জন্য মনোনয়ন পায়নি ৭ হাজার ৪০২ জন শিক্ষার্থী।

সোমবার (২৫ সেপ্টেম্বর) এতথ্য জানা যায়।

তবে এখনো যেসব শিক্ষার্থী কলেজ ভর্তির জন্য মনোনীত হয়নি তাদের ব্যাপারে আন্তঃবোর্ড সমন্বয় কমিটি মন্ত্রণালয়ের সাথে বসে সিদ্ধান্ত নিবে বলে জানিয়েছেন চট্টগ্রাম শিক্ষাবোর্ডের কলেজ পরিদর্শক প্রফেসর মো. জাহেদুল হক।

তিনি বলেন, তৃতীয় পর্যায়ের আবেদন শেষেও এখনো পর্যন্ত ৭ হাজার ৪০২ জন শিক্ষার্থী কোন কলেজে ভর্তির জন্য মনোনীত হয়নি। তাদের ব্যাপারে আন্তঃবোর্ড সমন্বয় কমিটি মন্ত্রণালয়ের সাথে বসে সিদ্ধান্ত নিবে। এখনো পর্যন্ত চট্টগ্রাম শিক্ষাবোর্ডের অধীনে কলেজগুলোতে পর্যাপ্ত আসন খালি রয়েছে।

তিন বার আবেদনের সুযোগ পেয়েও এসব শিক্ষার্থী কলেজ না পাওয়ার কারন জানতে চাইলে কলেজ পরিদর্শক বলেন, তারা নিশ্চয় আবদনের সময় পর্যাপ্ত কলেজ দেয়নি। অর্থাৎ দশটি কলেজের জায়গায় তারা হয়তো ৫-৬টি কলেজ পছন্দক্রম হিসেবে দিয়েছে। এছাড়াও হয়তো মেধা তালিকা অনুযায়ী এসব শিক্ষার্থী যেসব কলেজ পাবে না, তারা বারবার সেসব কলেজই পছন্দক্রম হিসেবে দিয়েছে।

উল্লেখ্য, তৃতীয় পর্যায় পর্যন্ত মোট আবেদনকারীর সংখ্যা ১ লাখ ২০ হাজার ৪৭৭ জন। দ্বিতীয় পর্যায়ের আবেদন শেষে ১ লাখ ৭ হাজার ৩৪১ নিশ্চায়ন করেছে। তৃতীয় পর্যায়ে কলেজ মনোনয়ন পেয়েছে ৫ হাজার ৭৩৪ জন শিক্ষার্থী। এ পর্যন্ত ভর্তির জন্য সর্বমোট কলেজ মনোনয়ন পেয়েছে ১ লাখ ১৩ হাজার ৭৫ জন। অন্যদিকে, এবছর এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছেন ১ লাখ ৫৪ হাজার ৮১৯ জন শিক্ষার্থী। তাদের মধ্যে ১ লাখ ২০ হাজার ৮৬ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন।