জাতীয়

সাড়ে ৬ লাখ টাকা নিয়ে উধাও ম্যানেজার, অবশেষে ধরা


Warning: strlen() expects parameter 1 to be string, array given in /home/khalinews/public_html/wp-includes/functions.php on line 262
(Last Updated On: )

কর্ণফুলীতে ই-মানি সার্ভিস ব্যবসা প্রতিষ্ঠান বেক এন্ড প্যাক থেকে সাড়ে ৬ লাখ টাকা আত্মসাৎ করে ধরা পড়লো প্রতিষ্ঠানটির ম্যানেজার। আজ মঙ্গলবার তাকে কর্ণফুলী থানা পুলিশ গ্রেফতার করে। এসময় আত্মসাৎ করা টাকাও উদ্ধার করা হয়।

গ্রেফতার ছৈয়দ মো. নূরুল আকবর (৩৬) পটিয়া থানার মালিয়ারা পশ্চিমপাড়া এলাকার ছৈয়দ আমিরুল ইসলামের ছেলে।

পুলিশ জানায়, সদ্য বিশ্ববিদ্যালয় থেকে পাস করা যুবক চাকুরির পিছনে না ছুটে উদ্যোক্তা হওয়ার চেষ্টায় শুরু করেন ই-মানি সার্ভিস ব্যবসা। প্রতিষ্ঠা করেন বেক এন্ড প্যাক নামক প্রতিষ্ঠান। গত ১৩ অক্টোবর প্রতিষ্ঠানটির ম্যানেজার ছৈয়দ মো. নূরুল আকবর নগদ ৬ লাখ ৫২ হাজার টাকা নিয়ে আত্মগোপনে চলে যান। এনিয়ে কর্ণফুলী থানায় একটি মামলা দায়ের করেন ওই যুবক।

মামলার ১৮ ঘণ্টার মধ্যে আনোয়ারা থানা এলাকা থেকে ছৈয়দ মো. নূরুল আকবরকে আটক করতে সমর্থ হয় পুলিশ। তার স্বীকারোক্তি অনুযায়ী কর্ণফুলীর জুলধায় তার শ্বশুর বাড়ি থেকে টাকাগুলো উদ্ধার করা হয়।