কক্সবাজার সমুদ্র সৈকতে বন্ধুদের সঙ্গে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া স্কুলছাত্র সাঈদ হোসেন বাপ্পির (১৪) মরদেহ উদ্ধার হয়েছে।
শুক্রবার (১১ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে কলাতলী পয়েন্টের কিছু দূর থেকে তার মরদেহ উদ্ধার করে লাইফ গার্ড কর্মীরা।
সাঈদ হোসেন বাপ্পি কক্সবাজারের রামু উপজেলার শামসু আলমের ছেলে।
পর্যটক সেবায় নিয়োজিত বীচকর্মী মাহাবুবুর রহমান জানান, সকালে সাঈদ ও তার বন্ধুরা সাগরে গোসল করতে নামে। এর মধ্যে স্রোতের টানে দুইজন ভেসে যায়। তবে একজনকে উদ্ধার করা হলেও সাইদ খুঁজে পাওয়া যাচ্ছিলো না। পরে যে স্থানে সে গোসল করছিল তার কিছু দূরে মরদেহ ভেসে উঠে।
সাঈদের সহপাঠীরা জানায়, সাঈদ সাঁতার জানত না। সে টিউব ভাড়া করে সাঁতার কাটছিলো। ঢেউয়ের ধাক্কায় টিউবটি উল্টে গেলে সাঈদ ছিটকে পড়ে যায়। সাঈদের হাত ধরে থাকলেও চোরাবালির কারণে সেখান থেকে সে আরো দূরে চলে যায়। তাকে বাঁচানোর জন্য সাগরের পাড়ে থাকা সবাইকে আকুতি করলেও কেউ এগিয়ে আসেনি। উল্টো সবাই ভিডিও করছিল।