জাতীয়

হজে গিয়ে ৪ বাংলাদেশির মৃত্যু


Warning: strlen() expects parameter 1 to be string, array given in /home/khalinews/public_html/wp-includes/functions.php on line 262
(Last Updated On: )

চলতি মৌসুমে মক্কায় পবিত্র হজব্রত পালনে গিয়ে এ পর্যন্ত ৪ বাংলাদেশির মৃত্যু হয়েছে। ৫ জুন থেকে সৌদি আরবে যাওয়ার ফ্লাইট শুরু হয়েছে।

ধর্ম মন্ত্রণালয়ের হজ বিষয়ক ওয়েবসাইটের বুলেটিনে জানানো হয়েছে, সর্বশেষ শুক্রবার মো. হেলাল উদ্দিন মোল্লা নামে ৬৩ বছর বয়সী এক বৃদ্ধ মক্কায় মারা যান। তার বাড়ি জয়পুরহাটে।

এদিন রামুজা বেগম নামে কুমিল্লার এক নারীও মক্কায় মারা যান। তার আগের দিন নুরুল আমিন নামে নোয়াখালীর এক বৃদ্ধ মারা যান। ১১ জুন মারা যান জাহাঙ্গীর কবির (৫৯) নামে চাঁপাইনবাবগঞ্জের এক ব্যক্তি।
এবার সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৫৩ হাজার ৫৮৫ জন বাংলাদেশ থেকে হজে যাওয়ার সুযোগ পেয়েছেন।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের বুলেটিনে জানানো হয়, শুক্রবার পর্যন্ত ১৮ হাজার  ৪১ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৩ হাজার ৩৮৫ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ১৪হাজার ৬৫৬ জন।

হজযাত্রীদের সৌদি আরবে যাওয়ার শেষ ফ্লাইট ৩ জুলাই। হজ শেষে ফিরতি ফ্লাইট শুরু হবে ১৪ জুলাই, আর ফিরতি ফ্লাইট শেষ হবে ৪ অগাস্ট।  

চাঁদ দেখা সাপেক্ষে ৮ জুলাই হজ হবে।