চট্টগ্রাম

হালদা নদীতে নমুনা ডিম ছেড়েছে মা মাছ


Warning: strlen() expects parameter 1 to be string, array given in /home/khalinews/public_html/wp-includes/functions.php on line 262
(Last Updated On: )

হালদা নদীতে মা মাছ গতকাল মঙ্গলবার (২৫ মে) দিবাগত রাত পৌনে বারোটার দিকে নমুনা ডিম ছেড়েছে।
বর্তমানে পূর্ণিমা তিথির জো চলছে। সাধারণত জো’র পর পর মাছের ডিম ছাড়ার নিয়ম। আর ডিম ছাড়ার পূর্বে নমুনা ডিম ছেড়ে থাকে। তাই ধারণা করা হচ্ছে জো’র পরই ডিম ছাড়বে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা।
দেশের একমাত্র জোয়ার-ভাটার নদী এই হালদা। নদীতে এপ্রিল থেকে জুন মাসের মধ্যে মা মাছ ডিম ছেড়ে থাকে।
এপ্রিল মাসের পর থেকে এই পূর্ণিমা পর্যন্ত তিনটি জো চলে গেছে।
পর্যাপ্ত বৃষ্টি কিংবা আবহাওয়ায় শীতল না থাকায় এতদিন পর্যন্ত ডিম ছাড়েনি। গত কয়দিন থেকে বিভিন্ন স্থানে বজ্রসহ বৃষ্টিপাত হয়েছে।
তাই আবহাওয়া শীতলভাব পরিলক্ষিত হচ্ছে। শীতল আবহাওয়ার মধ্যে গত রাতে নদীতে ডিমের নমুনা দেখা দিয়েছে।
গত রাত ১২টা ২১ মিনিটে হালদা নদীতে মাছ নমুনা ডিম ছেড়েছে বলে নিশ্চিত করেছেন ডিম আহরণকারী মধ্যম মাদার্শ ার আশু বড়ুয়া।
তিনি নদীর বিভিন্ন স্থানে কিছু কিছু নমুনা ডিম পাওয়া যাচ্ছে বলে উল্লেখ করে বলেন, “রাতে ভাটার মধ্যে অথবা আজ বুধবার পূর্ণিমা জো’র শেষ লগ্নে মা মাছ ডিম ছাড়তে পারে।”
তিনি নমুনা ডিম ছাড়ার বিষয়টি হালদা গবেষক অধ্যাপক ড. মনজুরুল কিবরিয়া এবং হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করেছেন বলেও গণমাধ্যমকে জানান।