আন্তর্জাতিক

পাঁচ মাসে মিয়ানমারে ৭৫ শিশু হত্যা, আটক ১০০০


Warning: strlen() expects parameter 1 to be string, array given in /home/khalinews/public_html/wp-includes/functions.php on line 262
(Last Updated On: )

মিয়ানমারে সামরিক অভ্যুত্থানের পর গত পাঁচ মাসে ৭৫ শিশুকে হত্যা করেছে জান্তা সরকার। এই সময়ে জোরপূর্বক আটক রাখা হয়েছে প্রায় আরও এক হাজার শিশুকে। এসব শিশুরা বঞ্চিত হচ্ছে শিক্ষা ও প্রয়োজনীয় চিকিৎসাসেবা থেকে। গতকাল শুক্রবার এমনটা জানিয়েছেন জাতিসংঘের শিশু অধিকার বিশেষজ্ঞরা। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি থেকে এ তথ্য জানা গেছে।

জাতিসংঘ বলছে, গত ১ ফেব্রুয়ারি মিয়ানমারে সামরিক অভ্যুত্থানের পর থেকে মানবেতর জীবনযাপন করছে শিশুরা। প্রতিদিন সহিংসতা, নির্বিচারে গুলি ও গ্রেপ্তারের মুখোমুখি হচ্ছে তারা। বাড়ছে শিশুদের মৃত্যুঝুঁকিও।

উল্লেখ্য, গত ফেব্রুয়ারিতে এক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত করা হয় দেশটির গণতন্ত্রপন্থি নেতা অং সান সু চিকে। এরপর থেকে বিশৃঙ্খল পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে মিয়ানমার।