জাতীয়

পাকিস্তানের বিশ্বকাপ স্কোয়াডে বড় রদবদল, ফিরলেন ফখর

(Last Updated On: )

টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ঘোষিত ১৫ সদস্যের দলে বড়সড় রদবদল এনেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। তিন ক্রিকেটারকে পরিবর্তন করে নতুন করে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে তারা। নতুন ঘোষিত দলে ডাক পেলেন সাবেক অধিনায়ক সরফরাজ আহমেদ। ৩৪ বছর বয়সী এই উইকেটরক্ষক ব্যাটসম্যানকে প্রথমে দলে রাখেনি পাকিস্তান। পরে আজ শুক্রবার ঘোষিত দলে তার নাম রাখা হয়।

এ ছাড়া দলে নেওয়া হয়েছে হায়দার আলী ও আগে ট্রাভলিং রিজার্ভ হিসেবে থাকা ফখর জামানকে। আগের ১৫ জনের দল থেকে বাদ পড়েছেন খুশদিল শাহ, আজম খান ও মোহম্মদ হাসনাইন। পাকিস্তান ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে এই রদবদল নিয়ে বলা হয়েছে, ‘ক্রিকেটারদের পারফরম্যান্স দেখে এবং দলের সঙ্গে কথা বলে ফাখর জামান, হায়দার আলি এবং সরফরাজ আহমেদকে ১৫ জনের দলে নেওয়া হলো।’

পাকিস্তান টি-টোয়েন্টি বিশ্বকাপ দল

বাবর আজম (অধিনায়ক), শাদাব খান (সহ-অধিনায়ক), আসিফ আলি, সরফরাজ আহমেদ, হারিস রউফ, হাসান আলি, ইমাদ ওয়াসিম, ফখর জামান, মোহাম্মদ হাফিজ, হায়দার আলী, মোহাম্মদ নাওয়াজ, মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, শাহীন শাহ আফ্রিদি, শোয়াইব মাকসুদ।