প্রধান পাতা

আন্তর্জাতিক বাজারে সয়াবিনের দর নিম্নমুখী


Warning: strlen() expects parameter 1 to be string, array given in /home/khalinews/public_html/wp-includes/functions.php on line 262
(Last Updated On: )

আন্তর্জাতিক বাজারে সয়াবিনের দর আরও নিম্নমুখী হয়েছে। বুধবারও (১০ মে) শিকাগো বোর্ড অব ট্রেডে (সিবিওটি) তেলবীজটির দাম কমেছে।

বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে বিজনেস রেকর্ডারের এক প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।

এতে বলা হয়, এদিন সিবিওটিতে সবচেয়ে সক্রিয় সয়াবিনের চুক্তি মূল্য আরেক দফা হ্রাস পেয়েছে। প্রতি বুশেলের দাম স্থির হয়েছে ১৪ ডলার ১৪ সেন্টে। আগের কার্যদিবসে (মঙ্গলবার) যা ছিল ১৪ ডলার ২৭ সেন্টে।

যুক্তরাষ্ট্রের মধ্য-পশ্চিমাঞ্চলে দ্রুতগতিতে সয়াবিন রোপণ করা হচ্ছে। এছাড়া শীর্ষ ক্রেতা চীনে আমদানি কমেছে। এতে বিশ্ববাজারে তেলবীজটির দরপতন ঘটেছে।

ক্রেতাদের উদ্দেশে লেখা এক নোটে পণ্য গবেষণা প্রতিষ্ঠান হাইটাওয়ার জানিয়েছে, যুক্তরাষ্ট্রে সয়াবিন চাষের অনুকূল আবহাওয়া বিরাজ করছে।

এতে সঠিক সময়ে সেটি রোপণ করা হচ্ছে। তাতে তেলবীজটির দরে পতন ঘটেছে।