জাতীয়

এক জমিতেই ১১ রকমের ফসল


Warning: strlen() expects parameter 1 to be string, array given in /home/khalinews/public_html/wp-includes/functions.php on line 262
(Last Updated On: )

একই জমিতে ১১ রকমের ফসল চাষ করে চমক সৃষ্টি করেছেন ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার কৃষক আমিরুল ইসলাম। এতে বেশ লাভবানও হয়েছেন তিনি।

জানা গেছে, বছর দু’য়েক আগে নিজ জমিতে মাল্টার গাছ লাগিয়েছেন আমিরুল ইসলাম। গাছগুলোর ফাঁকা অংশগুলোতে গম, লাউ, আলু, মরিচ, পেয়াজ ও শিমসহ ১১ প্রকার ফসল চাষ করেন তিনি।

আমিরুল ইসলাম জানান, কৃষি অফিসের আওতায় দুই বছর আগে তিন বিঘা জমিতে মাল্টার বাগান করেন তিনি। বাগানে ফাঁকা জায়গাগুলোতে গম, আলু, শিম, লাউ, পেয়াজ মরিচসহ ১১টি ফসল আবাদ করেন। একসাথে ১১টি ফসল পেয়ে অনেকটা লাভবান হয়েছেন তিনি।

রাণীশংকৈল উপজেলার কৃষি অফিসার সঞ্জয় দেবনাথ জানান, লেবু জাতীয় ফসলের সম্প্রসারণ ও ব্যবস্থাপনার আওতাধীন আমরা কৃষক আমিরুল ইসলাম মাল্টা বাগান করার জন্য ১২০টি চারা দিয়েছিলাম। আর একই জমিতে কিভাবে ১১টি ফসল পাওয়া যায় সে বিষয়ে কৃষি অফিস থেকে পরামর্শ দিয়ে সহযোগিতা করা হয়েছে।