আন্তর্জাতিক

ওমরাহ করতে পারবে ৫ বছরের শিশুরাও


Warning: strlen() expects parameter 1 to be string, array given in /home/khalinews/public_html/wp-includes/functions.php on line 262
(Last Updated On: )

সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানিয়েছে, এখন থেকে পাঁচ বছর বয়সী শিশুরাও ওমরাহ করার অনুমতি পাবে। তবে শিশুদের ওমরাহ অনুমতি পাওয়ার জন্য অবশ্যই করোনা ভাইরাসের সংক্রমিত নয়, তার প্রমাণপত্র দিতে হবে।

আজ রোববার দুবাইভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজে এক প্রতিবেদনে বলা হয়, যারা শারীরিক বা আর্থিকভাবে হজের আচার-অনুষ্ঠানের সামর্থ্য রাখে, এমন লাখ লাখ মুসলমান প্রতি বছর ওমরাহ পালন করতে সৌদি আরবে ভিড় করেন। তাদের কথা চিন্তা করে এবার ন্যূনতম বয়স পাঁচে নামিয়ে এনেছে দেশটির সংশ্লিষ্ট মন্ত্রণালয়। তবে শিশুদের অবশ্যই তাদের বাবা-মাকে সঙ্গে নিয়ে প্রবেশ করতে হবে।

সৌদি আরব সম্প্রতি পবিত্র মক্কা ও মদিনা পরিদর্শন ও লোকদের সুবিধার জন্য ই-ভিসা চালু করেছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ই-ভিসার মাধ্যমে এখন নাগরিকরা ওমরাহ এবং দেশটির ধর্মীয় ও ঐতিহাসিক স্থান পরিদর্শনের জন্য আবেদন করতে পারবেন।