স্বাস্থ্য

করোনায় ৮০ শতাংশ দৃষ্টি হারালেন গায়িকা পরমা


Warning: strlen() expects parameter 1 to be string, array given in /home/khalinews/public_html/wp-includes/functions.php on line 262
(Last Updated On: )

কোভিড থেকে এখনই সাবধান হোন। করোনা হওয়ার পর আপনি হয়তো প্রাণে বেঁচে যেতে পারেন, কিন্তু অঙ্গহানি হতে পারে আপনার। কোনোরকম উপসর্গ ছাড়াই বড় ক্ষতি হতে পারে। গত একসপ্তাহ আমার জীবন দুঃস্বপ্নের মতো কেটেছে। বৃহস্পতিবার (২৪ জুন) রাতে এমনই এক ফেসবুক পোস্ট করেছেন বাংলার প্রখ্যাত গায়িকা পরমা বন্দ্যোপাধ্যায়।

তিনি জানান, হালকা করোনার সিম্পটম দেখা গেছিল তার মধ্যে। করোনা মুক্ত হওয়ার পর তার একচোখের দৃষ্টি চলে গেছে ৮০ শতাংশ।

পরমার কথায়, গত সপ্তাহে হঠাৎই জ্বর আসে। চিকিৎসক মণীষ গঙ্গোপাধ্যায়ের পরামর্শে অ্যান্টিবায়োটিক খাওয়ার পর নানা টেস্ট করান। তাতে কোনোরকম সংক্রমণ ধরা পড়েনি। তবে গত শুক্রবার আচমকাই বাম চোখের দৃষ্টি ঝাপসা হয়ে আসে। চোখে কোনো ব্যথা ছিল না। এমনকি চোখ থেকে জলও পড়েনি। শুধু চোখটা ভার ভার অনুভব করছিল। তারপর থেকেই আর বাঁ চোখে দেখতে পাচ্ছেন না।

পরে কলকাতার বিখ্যাত রেটিনা বিশেষজ্ঞ চিকিৎসক অভিজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করেন। গায়িকার কাছ থেকে বিবরণ শুনে এবং চোখের পরিস্থিতি দেখে হাসপাতালে ভর্তি করার পরামর্শ দেওয়া হয় পরমাকে।