প্রধান পাতা

খেলাঘর আন্তঃ আসর ফুটবল টুর্ণামেন্ট উদ্বোধন


Warning: strlen() expects parameter 1 to be string, array given in /home/khalinews/public_html/wp-includes/functions.php on line 262
(Last Updated On: )

খেলাঘর আন্তঃ আসর ফুটবল টুর্ণামেন্ট ২২ হয়েছে। আজ শুক্রবার (২ ডিসেম্বর) পটিয়া এস এস রাহাত আলী উচ্চ বিদ্যালয় মাঠে খেলাঘর চট্টগ্রাম দক্ষিণ জেলা আয়োজিত টুর্ণামেন্টের উদ্বোধন করেন জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড়, ক্রীড়াবিদ মোঃ জালাল উদ্দিন।

‘ খেলার জন্য মাঠ চাই,আনন্দময় শৈশব চাই’ এ প্রত্যয়ে খেলাঘরেরর গৌরবের ৭০ বছর পূর্তি উপলক্ষে বছরব্যাপী নান্দনিক আয়োজনের অংশ হিসেবে অনুষ্ঠিত খেলায় আটটি আসর অংশগ্রহণ করে। সংগঠনের সভাপতি প্রফেসর এ বি এম অাবু নোমানের সভপতিত্বে সাধারণ সম্পাদক শৈবাল আদিত্যের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন খেলাঘর চট্টগ্রাম বিভাগীয় সমন্বয়ক রেজাউল কবির,কেন্দ্রীয় কমিটির সদস্য প্রদীপ ভট্টাচার্য,দক্ষিণ জেলার সহ সভাপতি আবুল ফজল বাবুল, সহ- সভাপতি অধ্যাপক বিপ্লব বসু,প্রদীপ বিশ্বাস টুর্নামেন্ট পরিচালনা কমিটির চেয়ারম্যান অধ্যাপক ভগীরথ দাশ, সদস্য সচিব হুমায়ুন কবির টিপু,জেলা কমিটির সম্পাদক সজিব কুমার নাথ,অসীম চক্রবর্তী,শিবলী সাদিক কফিল,সদস্য মোঃ জসিম উদ্দীন, গৈড়লা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল খেলাঘর চট্টগ্রাম দক্ষিণ জেলা আয়োজিত জেলা স্কাউটস সম্পাদক পীযুষ দে, পটিয়া উপজেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য পুলক চৌধুরীগক্রীড়া শিক্ষক লিটন চৌধুরী, জসীম উদ্দিন,বাংলাদেশ ব্যাংকের সাবেক উপ মহা ব্যবস্থাপক,ক্রীড়ামোদী এ কে এম আবদুল হাই ভুঞা, ক্রীড়া সংগঠক গোলাম মোস্তফা মেম্বার,খেলাঘর সংগঠক অলক দে, শিক্ষকনেতা শ্যামল দে,মদিনা বেগম,এরশাদুল হক আলমগীর।

খেলার উদ্বোধনী ম্যাচে মুক্তাঙ্গন খেলাঘর আসর ২-১ গোলে দিশারী খেলাঘর আসরকে হারিয়ে সেমিফাইনালে উঠে। ২য় ম্যাচে পূর্বাশা খেলাঘর আসর ও প্রীতিলতা খেলাঘর আসরের খেলা ২-২ গোলে ড্র হলে ট্রাইবেকারে ৫-৪ গোলে সেমিফাইনালে উঠে পূর্বাশা খেলাঘর আসর।খেলার তৃতীয় মাচে সোপান খেলাঘর আসর ৬-১ গোলে দেশপ্রিয় খেলাঘর আসরকে হারিয়ে সেমিফাইনালে এবং সংকেত খেলাঘর আসর ৪-০ গোলে দ্বীপশিখা খেলাঘর আসরকে হারিয়ে সেমিফাইনালে উঠে। খেলায় রেফারী ছিলেন মোঃ সুজন সহকারী রেফারী ছিলেন মোঃ ফাহিম ও মো জিলহাজ। আগামী ১০ ডিসেম্বর শনিবার বিকালে একই মাঠে মুক্তাঙ্গন খেলাঘর আসর বনাম সংকেত খেলাঘর আসর, পূর্বাশা খেলাঘর আসর বনাম সোপান খেলাঘর আসর এর মধ্যে সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।