চট্টগ্রাম

চট্টগ্রামে বেড়েছে করোনায় আক্রান্তের সংখ্যা, শনাক্ত ২০


Warning: strlen() expects parameter 1 to be string, array given in /home/khalinews/public_html/wp-includes/functions.php on line 262
(Last Updated On: )

গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১ জনের মৃত্যু হয়েছে। এসময় নতুন করে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে আরও ২০ জন। করোনা শনাক্তের হার নেমেছে ১ দশমিক ০৯ শতাংশে। গত বুধবার (২৭ অক্টোবর) চট্টগ্রামে ১০ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। ওইদিন করোনায় আক্রান্ত কারও মৃত্যু হয়নি।

বৃহস্পতিবার (২৮ অক্টোবর) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। প্রতিবেদনে আরও জানা যায়, চট্টগ্রামের ১২টি ও কক্সবাজারের ১টি ল্যাবে ১ হাজার ৮৩৪ জনের নমুনা পরীক্ষা করে ২০ জনের দেহে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। এর মধ্যে ১৫ জনই নগরের বাসিন্দা। বাকি ৫ জনের মধ্যে ৩ জন পটিয়ার ও ২ জন হাটহাজারীর বাসিন্দা।
জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াস চৌধুরী বলেন, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ৯ জন, চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটি ল্যাবে ৩ জন, শেভরন হাসপাতাল ল্যাবে ২ জন, জেনারেল হাসপাতাল আরটিআরএল ল্যাবে ১ জন, ইপিক হেলথকেয়ার ল্যাবে ২ জন ও মেট্রোপলিটন হাসপাতাল ল্যাবে ৩ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়।
চট্টগ্রামে এ পর্যন্ত ১ লাখ ২ হাজার ২০২ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এদের মধ্যে নগরের বাসিন্দা ৭৩ হাজার ৯৫৭ জন, বাকি ২৮ হাজার ২৪৫ জন বিভিন্ন উপজেলার।

করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রামে এ পর্যন্ত মোট ১ হাজার ৩২২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৭২২ জন চট্টগ্রাম নগরের, আর বিভিন্ন উপজেলায় মৃত্যু হয়েছে ৬০০ জনের।

চট্টগ্রামে গত বছরের ৩ এপ্রিল প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ৯ এপ্রিল ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রথম কোনো ব্যক্তির মৃত্যু হয়।