চট্টগ্রাম

চট্টগ্রামে স্কুলশিক্ষার্থীদের টিকার আওতায় আনতে তথ্য সংগ্রহ শুরু


Warning: strlen() expects parameter 1 to be string, array given in /home/khalinews/public_html/wp-includes/functions.php on line 262
(Last Updated On: )

চট্টগ্রামের স্কুলশিক্ষার্থীদের করোনা টিকার আওতায় আনতে প্রথম ধাপে তথ্য সংগ্রহ শুরু করেছে জেলা শিক্ষা অফিস। এছাড়া শিক্ষার্থীদের টিকা দেওয়ার জন্য শীতাতপ নিয়ন্ত্রিত প্রতিষ্ঠান খোঁজা হচ্ছে। 


সোমবার (২৫ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা শিক্ষা কর্মকর্তা এহসান জিয়াউল হায়দার হেনরি।
তিনি বলেন, ১২-১৭ বছর বয়সীদের ডাটা সংগ্রহ করে পাঠানোর নির্দেশ দিয়েছে। ইতোমধ্যে মাধ্যমিক পর্যায়ে ডাটা পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে জেলা-উপজেলার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে।


মহামারি করোনার প্রকোপ কমে আসলেও কড়াকড়ি স্বাস্থ্যবিধির মধ্য দিয়ে গত দুই মাস ধরে সশরীরে ক্লাস করছে স্কুলপর্যায়ের শিক্ষার্থীরা। এরমধ্যেই স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতে এ পর্যায়ে শিক্ষার্থীদের সরকার পরীক্ষামূলক টিকা দেওয়া শুরু করেছে। এই কার্যক্রমে চট্টগ্রামেও চলছে স্কুল শিক্ষার্থীদের টিকা দেওয়ার নানা প্রস্তুতি। তথ্য সংগ্রহ করা হচ্ছে জেলা ও উপজেলা পর্যায়ে শিশু-কিশোরদের, যা ২৭ অক্টোবরের মধ্যে অধিদপ্তরে পাঠানো হবে।
অপরদিকে চট্টগ্রামের কলেজিয়েট স্কুলের প্রধান শিক্ষক মুহাম্মদ সিরাজুল ইসলাম জানান, আমাদের শিক্ষার্থীদের সব তথ্য লোড করা শেষ, প্রিন্ট করা শেষ এখন শুধু এখন ইনপুট দেওয়া বাকি।
সরকারি মুসলিম হাইস্কুলের প্রধান শিক্ষক আয়েশা খাতুন জানান, শিক্ষার্থীদের ১৭ ডিজিটের জন্ম নিবন্ধন নম্বর, শ্রেণি, বিদ্যালয়ের নম্বর ইত্যাদি একটা ফরমেটে আমরা থানা শিক্ষা অফিসকে দেব।