চট্টগ্রাম

ছড়ায় ছড়ায় সিআরবি রক্ষার দাবি


Warning: strlen() expects parameter 1 to be string, array given in /home/khalinews/public_html/wp-includes/functions.php on line 262
(Last Updated On: )

‘ইট পাথরের এই শহরে একটু সবুজ থাকুক টিকে, জাগো মানুষ জাগো জাগো রক্ষা করো সিআরবিকে।’- সিআরবি রক্ষার আন্দোলনে আজ জেগেছে মানুষ। জেগেছে চট্টগ্রামের মুক্তবুদ্ধি চর্চাকারী আপামর জনসাধারণ।

কখনো গান, কখনো কবিতা, কথামালা, কখনো জাদু কিংবা নূপুরের নিক্কনে তারা জানান দিচ্ছে, ‘রক্ত চাওতো দিতে রাজি, সিআরবিতে হাত দিবা না; চট্টলবাসী ক্ষেপলে পরে দাবায় রাখতে পারবা না।’

সোমবার (২৩ আগস্ট) বিকেলে চট্টগ্রাম নাগরিক সমাজের উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করেন চট্টগ্রামের সকল কবি ও ছড়াকারবৃন্দ। ‘সিআরবি রক্ষায় প্রতিবাদী ছড়া’ শীর্ষক একটি গ্রন্থ প্রকাশ করেন তারা। 

গ্রন্থটির মোড়ক উন্মোচন করতে গিয়ে চট্টগ্রাম নাগরিক সমাজের চেয়ারম্যান বিশিষ্ট সমাজ বিজ্ঞানী প্রফেসর ড. অনুপম সেন বলেন, ‘যুগে যুগে যেকোন প্রতিবাদে, আন্দোলন সংগ্রামে ছড়াকার, কবি সাহিত্যিকরা ভ’মিকা রেখেছেন তাদের লেখনীর মধ্য দিয়ে। সিআরবি রক্ষার আন্দোলনেও চট্টগ্রামের ছড়াকার ও কবিরা মিলে তাদের প্রতিবাদ জানিয়েছেন ছন্দে, গদ্যে, কাব্যে। আমরা তাদের এ প্রতিবাদকে স্বাগত জানাই, কৃতজ্ঞতা জানাই।’

এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, চট্টগ্রাম নাগরিক সমাজের সদস্য সচিব এডভোকেট ইব্রাহিম হোসেন চৌধুী বাবুল, কো-চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মোহম্মদ ইউনুচ, মফিজুর রহমান, এডভোকেট ইফতেখার সাইমুল চৌধুরী, নাট্যজন সাইফুল আলম বাবু প্রমূখ।

সিআরবি রক্ষায় প্রতিবাদী ছড়া গ্রন্থটির সম্পাদনা করেছেন ছড়াকার উৎপল কান্তি বড়ুয়া ও রুনা তাসমিনা।

অনুষ্ঠানে স্বরচিত ছড়া পাঠ করেন কবি ইউসুফ মুহম্মদ, অধ্যাপক সনজীব বড়ুয়া, বিবেকানন্দ বিশ্বাস, বনশ্রী বড়ুয়া, সেলিনা আকতার খানম, নবারুন কান্তি বড়ুয়া, উৎপল কান্তি বড়ুয়া, কাসেম আলী রানা, রুনা তাসমিনা, বিপুল বড়ুয়া, রাজন বড়ুয়া, মিজানুর রহমান শামীম, জসীম মেহবুব, রানা কুমার সিনহা, বাবলা চৌধুরী, জাবের শরীফ, সৈয়দ খালেদুল আনোয়ার, নজরুল জাহান, কেশব জিপসী, ফারজানা ইসলাম রুহী, মাহবুবা চৌধুরী, তুষার কান্তি বড়ুয়া, জেসমিন সুলতানা চৌধুরী, নান্টু বড়ুয়া, বিশ^জিৎ সেন, নাসরিন সুলতানা খানম, শফিকুল আলম সবুজ, রাসু বড়ুয়া, লিটন কুমার চৌধুরী, গোফরান উদ্দিন টিটু, সুপ্রতিম বড়ুয়া, সুমনা দাশ শান্তা, সুবর্ণা দাশ মুনমুন ও শিপ্রা দাশ।

আবৃত্তি পরিবেশন করেন, বিশিষ্ট আবৃত্তি শিল্পী প্রণব চৌধুরী, মুজাহিদুল ইসলাম, অজন্তা ভট্টাচার্য, তৈয়বা জহির আরশি, মৃন্ময়ী চৌধুরী, প্রিয়ম কৃষ্ণ দে, প্রাঙ্গণ শুভ, প্রহর নন্দী, সাহেরাজ উদ্দিন খান, দেবদ্যুতি ভট্টাচার্য ও পুষণ দত্ত।