চট্টগ্রাম

জামাই সংগ্রহ করতেন গাঁজা, বিক্রি করতেন স্ত্রী-শাশুড়ি


Warning: strlen() expects parameter 1 to be string, array given in /home/khalinews/public_html/wp-includes/functions.php on line 262
(Last Updated On: )

চট্টগ্রামে বিপুল পরিমাণ গাঁজাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাতে নগরীর আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। তারা হলেন মো. জাকির হোসেন প্রকাশ (৩৩), রিতা আক্তার (২২) ও বিবি হনুফা (৪৫)। সম্পর্কে জাকির ও রিতা স্বামী-স্ত্রী। আর হনুফা জাকিরের শাশুড়ি।

আজ শনিবার ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন বলেন, গতকাল তাদের সঙ্গে ক্রেতা সেজে যোগাযোগ করা হয়। এ সময় তাদের কাছ থেকে তিন কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে তাদের দেওয়া তথ্য অনুযায়ী আগ্রাবাদের একটি বাসা থেকে আরও ৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

জিজ্ঞাসাবাদে জাকির জানান, অন্য মানুষ নিয়ে এই কারবার বিপজ্জনক। তাই স্ত্রী ও শাশুড়ি মিলেই তিনি এই কারবার করছেন। জাকির গাঁজা কিনে আনেন। তার স্ত্রী ও শাশুড়ি সেগুলো বিক্রি করেন।

জানা গেছে, মেয়ের জামাই যখনই গ্রেপ্তার হন, শাশুড়ি তখনই ছোটেন ঢাকায়। জামিন করিয়ে আনেন হাইকোর্ট থেকে। গত এক বছরেই তিনবার জেলে যায় জাকির। তিনবারই হাইকোর্ট থেকে জামিন করিয়ে আনেন শাশুড়ি হনুফা।

জিজ্ঞাসাবাদে আরও জানা গেছে, শুধু জামিন করিয়ে আনাই নয়; এই মাদক বিক্রির সুবিধার্থে শাশুড়ি বিভিন্ন বাসা-বাড়িতে কাজ করতেন। কোনো নির্দিষ্ট এলাকায় কাঙ্ক্ষিত ক্রেতা পেয়ে গেলে এরপর সেই এলাকার কাজ ছেড়ে দেন তিনি। নতুন এলাকায় যান। নতুন বাসায় কাজ ঠিক করে নেন।