জাতীয়

থানচিতে র‌্যাব-জঙ্গির গোলাগুলি


Warning: strlen() expects parameter 1 to be string, array given in /home/khalinews/public_html/wp-includes/functions.php on line 262
(Last Updated On: )

বান্দরবানের থানচিতে জঙ্গি ও পাহাড়ি সন্ত্রাসীদের সঙ্গে র‍্যাবের গোলাগুলি চলছে। মঙ্গলবার ভোরে রেমাক্রি ব্রিজ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। তবে এতে হতাহতের বিষয়টি এখনো জানা যায়নি।

মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) সকালে র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক আ ন ম ইমরান খা এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে একই দিন ভোরে রেমাক্রিতে অভিযান শুরু করলে র‌্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়ে জঙ্গি ও সন্ত্রাসী সংগঠনের সদস্যরা।

পরিচালক আ ন ম ইমরান খান জানান, থানচির রেমাক্রি ব্রিজের কাছে মঙ্গলবার ভোর থেকে জঙ্গি ও পাহাড়ি সন্ত্রাসীদের সঙ্গে র‍্যাবের গুলিবিনিময় চলছে। এই অভিযান শেষে বিস্তারিত জানানো হবে।

এর আগে গত ২৩ জানুয়ারি কক্সবাজারের কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের পাশে জঙ্গিদের সঙ্গে র‍্যাবের গোলাগুলির ঘটনা ঘটেছে।

ওই সময় নতুন জঙ্গি সংগঠন ‘জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া’র শূরা সদস্য ও সামরিক শাখার প্রধান রনবীর ও তার সহযোগী বোমা বিশেষজ্ঞ বাশারকে গ্রেপ্তার করা হয়। পরে সেখান থেকে দেশি ও বিদেশি অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে র‌্যাব।