জাতীয়

ধর্ষণ মামলায় পুলিশ কনস্টেবল কারাগারে


Warning: strlen() expects parameter 1 to be string, array given in /home/khalinews/public_html/wp-includes/functions.php on line 262
(Last Updated On: )

খুলনায় ধর্ষণের অভিযোগে আড়ংঘাটা থানার পুলিশ কনস্টেবল (কম্পিউটার অপারেটর) স্বদেশ বালাকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (১৭ জুন) বিকেল পৌনে ৫টার দিকে খানজাহান আলী থানা পুলিশ তাকে আড়ংঘাটা থেকে আটক করেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ধর্ষণের সত্যতা স্বীকার করেছে বলেও জানিয়েছে পুলিশ। আজ সন্ধ্যায় তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।

খানজাহান আলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: কামাল হোসেন খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এব্যাপারে মামলার তদন্ত কর্মকর্তা এস আই রেজওয়ান জানান, খানজাহান আলী থানাস্থ শিরোমনি এলকায় ভুক্তভোগী ওই জনৈক নারী(৩০) থাকেন। গত ৫ বছর ধরে তাদের মধ্যে সম্পর্ক বিরাজমান ছিল। সম্পর্কের জের ধরে বৃহস্পতিবার (১৬ জুন) রাতে স্বদেশ বালা ভিকটিমের বাসায় যায়। বাসায় কেউ না থাকার সুযোগে তাকে ধর্ষণ করে এবং এ ঘটনা কাউকে না জানানোর জন্য তাকে শাসিয়েও যায় স্বদেশ। একপর্যয়ে মানষিকভাবে ভেঙ্গে পড়েন ওই নারী। পরবর্তীতে সে আইনে আশ্রয় নিয়ে খানজাহান আলী থানায় নারী ও শিশু নির্যাতন দমন ২০০০ সালের সংশোধনীয় ২০০৩ সালের ৯(১) ধারায় মামলা দায়ের করেছেন। মামলাটি তার ওপর ন্যাস্ত হওয়ায় বিকেল পৌনে ৫ টার দিকে তাকে থানা থেকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশের কাছে ধর্ষণের বিষয়টি স্বীকার করেছে। পরবর্তীতে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

খানজাহান আলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: কামাল হোসেন খান জানান, ভুক্তভোগী ওই মেয়েটির সাথে স্বদেশ বালার ৫ বছর যাবত সম্পর্ক ছিল। ওই নারীর বাসা নগরীর শিরোমনি এলাকায়। বৃহস্পতিবার (১৬ জুন) রাতে ভিকটিমের বাসায় গিয়ে স্বদেশ তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে। শুক্রবার (১৭ জুন) ওই নারী ধর্ষণের অভিযোগ এনে নিজে বাদী হয়ে থানায় স্বদেশ বালার বিরুদ্ধে একটি মামলা দয়ের করেন।( যার নং ১২)।

আজ শুক্রবার তাকে (১৭ জুন) তাকে আড়ংঘাটা থানা থেকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বদেশ বালা ধর্ষণের বিষয়টি স্বীকার করেছে।

সর্বশেষ আদালতের মাধ্যমে তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।