আন্তর্জাতিক

ফুটপাতে ঘুমন্ত শ্রমিকদের চাপা দিল ট্রাক, নিহত ১৫


Warning: strlen() expects parameter 1 to be string, array given in /home/khalinews/public_html/wp-includes/functions.php on line 262
(Last Updated On: )

ভারতের গুজরাট রাজ্যের সুরাটে মঙ্গলবার সকালে এক দুর্ঘটনায় ১৫ জন শ্রমিক নিহত হয়েছেন। তারা একটি রাস্তার কাছে ঘুমিয়ে ছিলেন। সে সময় দ্রুত গতির একটি ট্রাক ওই শ্রমিকদের ওপর উঠে যায়। এতে ঘটনাস্থলেই নিহত হন ১২ জন এবং হাসপাতালে নেয়ার পর আরও তিনজনের মারা যান। খবর এনডিটিভির

স্থানীয় পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, আজ সকালে একটি ট্রাক আখভর্তি অপর একটি ট্রাক্টরের সঙ্গে ধাক্কা খেয়ে নিয়ন্ত্রণ হারিয়ে কোসাম্বা এলাকার কিম-মান্দভি সড়কের পাশে ঘুমিয়ে থাকা শ্রমিকদের ওপর উঠে পড়ে। এ সময় ঘটনাস্থলেই মৃত্যু হয় ১২ জনের। এছাড়া আহত হয় আরো কয়েকজন। আহত শ্রমিকদের স্থানীয় হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় আরো তিনজন মারা যান।

জানা যায়, হতাহতরা শ্রমিক হিসেবে কাজ করতে রাজস্থান থেকে গুজরাটে এসেছিলেন।

এদিকে, এ মর্মান্তিক দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি আজ সকালে এক টুইটবার্তায় লেখেন, ‘সুরাতে ট্রাক দুর্ঘটনায় প্রাণহানির ঘটনাটি খুবই মর্মান্তিক। শোকসন্তপ্ত পরিবারের প্রতি আমি সমবেদনা জানাই। প্রার্থনা করছি, আহত ব্যক্তিরা যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন।’