পৌরসভা প্রধান পাতা

বোয়ালখালীতে ৩মেয়র ২৭ কাউন্সিলর প্রার্থির মনোনয়নপত্র সংগ্রহ


Warning: strlen() expects parameter 1 to be string, array given in /home/khalinews/public_html/wp-includes/functions.php on line 262
(Last Updated On: )

বোয়ালখালী পৌরসভা নির্বাচনে ৩ মেয়র ও ২৭ জন কাউন্সিলর প্রার্থির মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ।

আজ ( ১০ মার্চ ) উপজেলা নির্বাচন অফিস থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন মেয়র প্রার্থী ও বিভিন্ন পৌর ওয়ার্ডের কাউন্সিলরগণ। ২দিনে মেয়র পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ৩ জন প্রার্থী । পৌর আওয়ামীলীগের লীগের আহবায়ক মো: জহুরুল ইসলাম, আওয়ামীলীগ নেতা মো: ইদ্রিচ আলম, যুবলীগ নেতা মো: সেলিম উদ্দিন মেয়র পদে মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন বলে জানান উপজেলা নির্চন অফিসার মো. নুরুল ইসলাম ।

বোয়ালখালী নির্চন অফিসারের কার্য্যালয় সুত্রে জানা যায়, বোয়ালখালী পৌরসভার ১নং ওয়ার্ডের কাউন্সিলর পদে বর্তমান কাউন্সিলর এস এম মিজানুর রহমান, আবুল মনছুর, মো: জাহাঙ্গীর আলম,তারেকুল ইসলাম, মো. রিয়াদ হোসেন।

২নং ওয়ার্ডে বর্তমান মহিলা সংরক্ষিত কাউন্সিলর রেহেনা পারভীন, বর্তমান কাউন্সিলর মো: সিরাজুল হক, মো: নাজিম উদ্দিন, এস এম আহাসানুর করিম, মো: আবু বকর। ৩নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর আরিফ উদ্দিন জুয়েল, সেকান্দার মিয়া। ৪নং ওয়ার্ডে আওয়ামীলীগ নেতা মো: সেলিম উদ্দিন চৌধুরী,  আবুল আজাদ, মাসুদুল হক চৌধুরী। ৫নং ওয়ার্ডে মো: গিয়াস উদ্দিন চৌধুরী, রবিউল করিম, আওয়ামীলীগ নেতা মো: জিয়া উদ্দিন, মো: কামরুল হাসান চৌধুরী। ৭নং ওয়ার্ডে কাউন্সিলর পদে আজিম উদ্দিন। ৯ নং ওয়ার্ডে মো: ইব্রাহিম, মোহাম্মদ মাহাবুব আলম, মো: সোলাইমান।

১,২ও৩ নং ওয়ারর্ডে মহিলা সংরক্ষিত কাউন্সিলার পদে বোয়ালখালী উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেবেকা সুলতানা মনি।৪,৫,৬ মহিলা সংরক্ষিত কাউন্সিলর সাজেদা বেগম, রুণা দে। ৭,৮ও ৯ ওয়ার্ড থেকে মহিলা সংরক্ষিত কাউন্সিলর পদে শাহনাজ পারভীন নিলু। সাবেক মহিলা মেম্বার লায়লা বেগম মেম্বার মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন ।

বোয়ালখালী পৌরসভা সাধারণ নির্বাচন/২০২১ এর রিটানিং অফিসার ও বোয়ালখালী নির্বাহী অফিসার নাজমুন নাহার জানান বোয়ালখালী পৌরসভার সাধারণ নির্বাচনে মনোনয়ন পত্র দাখিলে শেষ তারিখ ১৮ মার্চ, বাছাই ১৯ মার্চ,প্রত্যাহার ২৪ মার্চ । ১১ এপ্রিল সকাল ৮ টা হতে বিকাল ৪ টা পর্যন্ত বিরতিহীনভাবে ইভিএম এর মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হবে ।

চট্টগ্রাম নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, চট্টগ্রামের বোয়ালখালী পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হয় ২০১৪ সালের ২১ মে। এ সময় বিএনপির প্রার্থী হাজী আবুল কালাম মেয়র নির্বাচিত হন। একই সালের ১৯ জুন প্রথম সভা অনুষ্ঠিত হয় এ পৌরসভায়। সে হিসাবে গত বছর ১৯ জুন এ পৌরসভার মেয়াদ উত্তীর্ণ হয়েছে।

পৌরসভায় মোট ভোটার রয়েছেন ৫২ হাজার ৮শত ৩৮জন। এরমধ্যে ২৭ হাজার ১৩৫ জন পুরুষ ভোটার ও ২৫ হাজার ৭০৩জন মহিলা ভোটার।