প্রধান পাতা

বোয়ালখালীতে চার পরিবারের কোরবানির পশু নিয়ে গেছে ডাকাতদল


Warning: strlen() expects parameter 1 to be string, array given in /home/khalinews/public_html/wp-includes/functions.php on line 262
(Last Updated On: )

চট্টগ্রামের বোয়ালখালীতে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কোরবানের জন্য ক্রয়কৃত চার পরিবারের ২টি গরু ও ২টি মহিষ মিনি ট্রাকে করে নিয়ে গেছে ডাকাতদল। এ সময় ডাকাতদের মারধরে আরিফ নামের এক যুবক আহত হয়েছেন। পরে স্থানীয়রা ডাকাতদলকে ধাওয়া দিলে দুই রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়ে ডাকাতদল আতঙ্ক সৃষ্টি করে চলে যায়। ৮ জুলাই শুক্রবার ভোর ৩টার দিকে বোয়ালখালী পৌরসভার ৩নং ওয়ার্ডের পূর্ব গোমদন্ডী নোয়া রাস্তার মাথা এলাকায় এ ঘটনা ঘটেছে। স্থানীয় পৌর কাউন্সিল শেখ আরিফ উদ্দিন জুয়েল জানান, বৃহস্পতিবার দিবাগত রাত দুইটার পর সংঘবদ্ধ ডাকাতদল চার পরিবারের ঘর থেকে কোরবানির পশু মিনিট্রাকে করে নিয়ে গেছে। অস্ত্রধারী ডাকাত দলের সদস্যরা মুখোশ পরিহিত ছিলো। তিনি বলেন, ডাকাতরা গুরু মিয়া বাড়ীর নুরুল আমিনের ৫৬ হাজার দামের ১টি গরু, হামিদ মেম্বারের বাড়ী আবদুল কাদেরের ১ লাখ ১০ হাজার দামের ১টি গরু, কাশেম মাস্টারের বাড়ির মো. লোকমানের ১ লাখ ২৫ হাজার ১টি মহিষ ও একই বাড়ি মো. আকতারের ১ লাখ ৫০ হাজার দামের ১টি মহিষ নিয়ে গেছে। গরুর মালিক নুরুল আমিন বলেন, ‘বৃহস্পতিবার রাতে সেহেরী খেতে উঠে গরু দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করতে গিয়ে আরেকটি ঘরে ডাকাতির সময় তাদের (ডাকাত) মুখোমুখি হয়ে গেলে অস্ত্র তাক করে ধরে। পরে আমি কৌশলে পালিয়ে গেলেও আমার ভাইয়ের ছেলে আরিফকে বেধড়ক মারধর করে আহত করে। পরে স্থানীয়রা তাদের ধাওয়া দিলে মিনিট্রাকটি নিয়ে ডাকাতদল পালিয়ে যায়। এসময় দুই রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়ে ডাকাতরা।’ খবর পেয়ে বোয়ালখালী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে বলে জানিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক। তিনি বলেন, এব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।