প্রধান পাতা

বোয়ালখালীতে জাল দলিল সৃজনের মামলায় গ্রেপ্তার ১


Warning: strlen() expects parameter 1 to be string, array given in /home/khalinews/public_html/wp-includes/functions.php on line 262
(Last Updated On: )

চট্টগ্রামের বোয়ালখালীতে জাল দলিল সৃজনের অভিযোগে দায়ের করা মামলায় নবী আলম (৫০) নামের এক আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার নবী আলম উপজেলার কধুরখীলের মৃত আলহাজ নুরুল আলমের ছেলে। মঙ্গলবার (১৫ জুন) দুপুরে উপজেলার কধুরখীল থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

মামলা সূত্রে জানা যায়, ২০১৮ সালের ১৯ ফেব্রুয়ারি মোহরা এলাকার বদরুল কামাল কাদেরীর কধুরখীল এলাকার একটি জায়গা জাল পরিচয়পত্র ব্যবহার করে ও অন্য এক ব্যক্তিকে বদরুল কামাল কাদেরী সাজিয়ে দলিল সম্পাদন করে একটি চক্র। বিষয়টি জানতে পেরে ২০১৯ সালের ৩১ মার্চ দলিল গ্রহীতা, লেখক, শনাক্তকারী ও সাক্ষীদের বিরুদ্ধে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চট্টগ্রামে মামলা দায়ের করেন বদরুল কামাল কাদেরী।

বোয়ালখালী থানার উপ-পরিদর্শক মো. কুদ্দুছ জানান, ওয়ারেন্টভুক্ত আসামী নবী আলম দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। তিনি সৃজিত দলিলে দাতার সনাক্তকারী ছিলেন।