জাতীয়

রোহিঙ্গা ক্যাম্পে আগুন, ফায়ার সার্ভিস কর্মীদের ওপর হামলা


Warning: strlen() expects parameter 1 to be string, array given in /home/khalinews/public_html/wp-includes/functions.php on line 262
(Last Updated On: )

কক্সবাজারের উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে ফের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কয়েকটি ঘর পুড়ে যাওয়ার খবর পাওয়া গেছে। তবে আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

সোমবার (১২ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে উখিয়ার বালুখালী ক্যাম্প-১০ এর এইচ ব্লকে আগুন লাগে। এদিকে আগুন নেভাতে গিয়ে রোহিঙ্গাদের হামলার শিকার হয়েছেন ফায়ার সার্ভিস কর্মীরা।

বিষয়টি নিশ্চত করে আর্মড পুলিশ ব্যাটালিয়ন-৮ (এপিবিএন) এর অধিনায়ক শিহাব কায়সার খান বলেন, ‘ক্যাম্পে আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আমাদের লোকজন পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। পাশাপাশি ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়েছে। কি পরিমাণ ক্ষতি হয়েছে সেটি এখন বলা যাচ্ছে না।’

উখিয়া ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা মো. ইমদাদুল হক লিটক বলেন, ‘বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডের খবর পেয়ে আমাদের একটি দল সেখানে পৌঁছে আগুন নেভাতে শুরু করে। এ সময় হঠাৎ রোহিঙ্গাদের একটি দল ক্ষিপ্ত হয়ে তাদের ওপর ইট-পাটকেল ছুড়তে থাকে। এসময় আমরা পুলিশের সহায়তায় সেখান থেকে চলে আসি। কী কারণে তারা আমাদের ওপর হামলা করেছে, বিষয়টি বুঝতে পারছি না।’

প্রত্যক্ষদর্শীরা জানান, আকস্মিক আগুন লাগার পর সেখানে বসবাসরত রোহিঙ্গা, স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের লোকজন প্রায় আধাঘণ্টা প্রচেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। তবে এর আগেই আগুনে পুড়ে গেছে অন্তত আটটি ঘর।

গত ২২ মার্চ বালুখালী রোহিঙ্গা আশ্রয় শিবিরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে আগুনে পুড়ে মর্মান্তিক মৃত্যু হয়েছে নারী ও শিশুসহ অন্তত ১১ জনের। এছাড়া সরকারি হিসেবে প্রায় ১০ হাজার রোহিঙ্গা বসতি ও দেড় হাজার দোকানপাট পুড়ে যায়। গৃহহীন হয়ে পড়ে প্রায় ৪৫ হাজার আশ্রিত রোহিঙ্গা।