চট্টগ্রাম

‘শিক্ষার্থীদের বাড়ি পৌঁছানোর দায়িত্ব প্রশাসনকে নিতে হবে’


Warning: strlen() expects parameter 1 to be string, array given in /home/khalinews/public_html/wp-includes/functions.php on line 262
(Last Updated On: )

করোনা সংক্রমণ বাড়ায় আগামী সোমবার থেকে দেশে কঠোর লকডাউন ঘোষণা করেছে সরকার। এর প্রেক্ষিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) চলমান সকল পরীক্ষা স্থগিত করতে যাচ্ছে প্রশাসন। এ পরিস্থিতিতে ক্যাম্পাসে আসা শিক্ষার্থীদের বাড়ি পৌঁছানোর দায়িত্ব বিশ্ববিদ্যালয় প্রশাসনকে নেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন চবি সংসদ।

শনিবার ২৬ জুন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সংসদের সভাপতি গৌরচাঁদ ঠাকুর ও সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) সৌরভ ধর এক যৌথ বিবৃতিতে এ দাবি করেন।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, চলতি মাসের ১৪ তারিখ চবি প্রশাসন হল বন্ধ রেখে সকল বিভাগে পরীক্ষা শুরু করার সিদ্ধান্ত নেয়। সেই অনুসারে শিক্ষার্থীরা দেশের নানা প্রান্ত থেকে পরীক্ষা দেওয়ার জন্য চট্টগ্রামে আসে। হল বন্ধ থাকায় শিক্ষার্থীরা ক্যাম্পাসের আশেপাশে এবং শহরে কয়েকমাসের জন্য বাসাভাড়া নিয়েছে। এ অবস্থায় হঠাৎ পরীক্ষা বন্ধ হয়ে যাওয়ায় শিক্ষার্থীরা চরম বিপাকে পড়েছে। 

তারা বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিরাপদে বাড়ি পৌঁছানোর দায়িত্ব প্রশাসনকে নিতে হবে। ছাত্র ইউনিয়ন মনে করে, বিশ্ববিদ্যালয় প্রশাসন আন্তরিক হলে এ পরীক্ষার্থীদের নিজ এলাকায় পৌঁছানোর দায়িত্ব নিতে পারে। পাশাপাশি পরবর্তীতে দ্রুত সময়ের মধ্যে পরিকল্পিত উপায়ে সকল পরীক্ষা অনুষ্ঠিত করার দাবি জানায় ছাত্র ইউনিয়ন।