আন্তর্জাতিক

সন্তান জন্ম দিয়েই করোনায় মারা গেলেন মা!


Warning: strlen() expects parameter 1 to be string, array given in /home/khalinews/public_html/wp-includes/functions.php on line 262
(Last Updated On: )

সম্প্রতি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন উত্তর আয়ার‌ল্যান্ডের বাসিন্দা ও চার সন্তানের মা সামান্তা উইলিস (৩৫)। অথচ সন্নিকটেই ছিল তার ডেলিভারির তারিখ। কিন্তু সন্তান পৃথিবীর বুকে আসার আগেই তার শারীরিক অবস্থার মারাত্মক অবনতি হয়। আর সেই অবস্থাতেই তিনি জন্ম দেন ফুটফুটে এক কন্যা সন্তানের। কিন্তু সেই নাড়িছেঁড়া ধন সন্তানের মুখ একটিবারের জন্যও দেখতি পারেননি তিনি; পারি জমিয়েছেন পরপারে!

সামান্তার বিদায়ের পর তার স্বামী জশ বলেন, ‘‘এই ‘সুপার হিরো মম’ দীর্ঘ ১৬ দিন করোনার সঙ্গে লড়াই করেছে। কিন্তু শেষমেশ সে আর পেরে উঠেনি। চলে যাওয়ার সময় কোনো যন্ত্রণা ছাড়াই নীরবে এই পৃথিবী ছেড়েছে।’’

শোকবার্তায় জশ আরও বলেন, ‘দীর্ঘ দাম্পত্য জীবনে সামান্তা সমসময় আমার পাশে ছিল। দীর্ঘদিন একসঙ্গে থেকেছি। সে আমাদের প্রতি ভীষণ যত্নবান ছিল তার জন্য নয়, আমার বুক ভেঙে যাচ্ছে এই ভেবে যে, সদ্য জন্ম নেওয়া আমাদের মেয়ে ইভিগ্রাস কখনো তার মায়ের কোলে চড়বে না, মায়ের বুকের উষ্ণতাও সে কখনো পাবে না।’

মর্মান্তিক এ ঘটনাটি গণমাধ্যমে উঠে এলে জশ ও তার পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান লাখো মানুষ। তারা এই ঘটনাকে মর্মান্তিক এবং একইসঙ্গে হৃদয়বিদারক ঘটনা বলেও মন্তব্য করেছেন।

শোকবার্তায় হাসপাতালের ডাক্তার-নার্স ও অন্যান্য কর্মচারিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে ভোলেননি জশ। তিনি বলেন, ‘দীর্ঘ ১৬ দিন দিন-রাত তারা ওর দেখাশুনা করেছে। তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। তারা নিজেদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেও ওকে ধরে রাখতে পারেনি।’