প্রধান পাতা

স্যার আশুতোষ কলেজে তাঁবু জলসা-দীক্ষা গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন


Warning: strlen() expects parameter 1 to be string, array given in /home/khalinews/public_html/wp-includes/functions.php on line 262
(Last Updated On: )

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার স্যার আশুতোষ সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপের ৩৫তম বার্ষিক তাঁবুবাস ও দীক্ষা গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। দুইদিনব্যাপী এ অনুষ্ঠানের সমাপনী দিন বুধবার (১৯ জানুয়ারি) সকালে কলেজ মাঠে আয়োজিত দীক্ষা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজ অধ্যক্ষ প্রফেসর ড. পার্থ প্রতীম ধর। এতে বিশেষ অতিথি ছিলেন শিক্ষক পরিষদের সম্পাদক সহকারী অধ্যাপক জামাল আহমদ, গ্রুপ সম্পাদক সহকারী অধ্যাপক সিরাজুল আরেফিন চৌধুরী ও সহকারী অধ্যাপক লায়েছ মিয়া। এতে ৩২জন রোভার ও গার্ল ইন রোভার সহচরকে দীক্ষা প্রদান করেন রোভার স্কাউট লিডার সুব্রত চৌধুরী ও মোছা. মাকসুদা ইয়াসমিন। দীক্ষা প্রদান শেষে বিদায়ী সিনিয়র রোভার মেট আবু কাইয়ুম ও আরফাত হোসেন তারেককে সংবর্ধনা দেওয়া হয় এবং নবাগত সিনিয়র রোভার মেট মেহেদী হাসান মুন্নাকে দায়িত্ব অপর্ণ করা হয়। এর আগের দিন মঙ্গলবার অনুষ্ঠিত তাঁবু জলসায় প্রধান অতিথি ছিলেন, গ্রুপ সম্পাদক সহকারী অধ্যাপক সিরাজুল আরেফিন চৌধুরী। এতে রোভার স্কাউট লিডার (আরএসএল) সুব্রত চৌধুরীর সভাপতিত্বে ও প্রাক্তণ সিনিয়র রোভার মেট মোহাম্মদ হোসাইন মাহমুদের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রাক্তণ সিনিয়র রোভার মেট শাহনেওয়াজ আলী মির্জা, মো. হেলাল উদ্দীন টিপু, প্রণয় বড়ুয়া, বোরহান উদ্দিন বাবলু নয়ন দাশ, মো. সোহেল, দীগন্ত নাগ, রুবি আকতার, রণি বিশ্বাস, ইমরান হোসাইন, তাহেরুল ইসলাম, আবু নাহিয়ান, মো. মামুন, আবু নাঈম, নাজমা সওদাগর, সাগর আলী, কানন, ইমন, নয়ন, মো. তারেক ও কাইয়ুম। এদিন স্যার আশুতোষ সরকারি কলেজ প্রাক্তণ রোভার এসোসিয়েশনের সভাপতি বোরহান উদ্দীন বাবলু ও সাধারণ সম্পাদক নয়ন দাশকে সংবর্ধনা দেওয়া হয়।