চট্টগ্রাম

করোনা: চট্টগ্রামে ১০ মৃত্যু, নতুন আক্রান্ত ৮৭৯ জন


Warning: strlen() expects parameter 1 to be string, array given in /home/khalinews/public_html/wp-includes/functions.php on line 262
(Last Updated On: )

 গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ২ হাজার ৯৯৭টি নমুনা পরীক্ষা করে ৮৭৯ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। করোনা পরীক্ষার তুলনায় সংক্রমণের হার ২৯ দশমিক ৩২ শতাংশ।

মঙ্গলবার (১০ আগস্ট) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন এ তথ্য জানা যায়।

এদিন করোনায় ১০ জন মারা গেছেন। এর মধ্যে নগর এলাকায় ৫ জন এবং বিভিন্ন উপজেলায় ৫ জন। এখন পর্যন্ত চট্টগ্রামে করোনায় মোট মারা গেছেন ১ হাজার ৮২ জন।  

এদিকে, চট্টগ্রামে ইতিমধ্যে বিভিন্ন হাসপাতালে শয্যা ও আইসিইউ সংকট দেখা দিয়েছে। সরকারি হাসপাতালে ধারণক্ষমতার অতিরিক্ত রোগী ভর্তি রয়েছে। স্বাস্থ্য সংশ্লিষ্টরা বলছেন, লকডাউন দেওয়া হলেও, মানুষ বিভিন্ন অজুহাতে ঘর থেকে বের হওয়ার প্রবণতাই সংক্রমণ বাড়ার কারণ। তাই মাস্ক ব্যবহার এবং স্বাস্থ্যবিধি মানার বিকল্প নেই।

সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, হাসপাতালগুলোতে শয্যা-সংকট তৈরি হয়েছে। আইসিইউও খালি নেই। এ অবস্থায় চিকিৎসক সেবা দিতে হিমশিম খাচ্ছেন। সবার প্রতি স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ করছি।