খেলা প্রধান পাতা

দেহ ও মনকে সুস্থ রাখতে খেলাধুলার বিকল্প নাই- এমপি মোছলেম


Warning: strlen() expects parameter 1 to be string, array given in /home/khalinews/public_html/wp-includes/functions.php on line 262
(Last Updated On: )

মানুষের মন এবং দেহকে সুস্থ রাখার অন্যতম মাধ্যম হচ্ছে খেলাধুলা। আর মানুষের হিতাহিত জ্ঞান কেড়ে নেয়ার মাধ্যম হচ্ছে মাদক। মাদকের প্রভাবে মানুষ জড়িয়ে পড়ে নানা অপরাধের সঙ্গে। তাই নিজেকে সুস্থ রাখতে চাইলে মাদক ব্যবসা ও সেবন ছাড়তে হবে খেলাধুলায় মনোনিবেশ করতে হবে।

বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) বিকেলে স্বাধীনতার সুবর্ন জয়ন্তী উপলক্ষে বোয়ালখালী সিরাজুল ইসলাম ডিগ্রী কলেজ মিলনায়তনে এম পি গোল্ড কাপ টুর্নামেন্ট পরিচালনা কমিটির সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম-৮ আসনের সাংসদ আলহাজ্ব মোছলেম উদ্দিন আহমদ এ কথা বলেন। উপজেলা নির্বাহী অফিসার আছিয়া খাতুনের সভাপতিত্বে অনুষ্টিত সভায় অন‍্যান‍্যদের মধ‍্যে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ নুরুল আলম,ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস এম সেলিম, মহিলা ভাইস চেয়ারম্যান শামীম আরা বেগম, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ মোজাম্মেল হক চৌধুরী, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল করিম,উপজেলা আ’লীগ সভাপতি মোঃ নুরুল আমিন চৌধুরী সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মোঃ শাহদাত হোসেন, পৌরসভা আওয়ামী লীগের আহবায়ক জহুরুল ইসলাম জহুর,বোয়ালখালী প্রেসক্লাবের সভাপতি এস এম মোদ্দাচ্ছের, ইউপি চেয়ারম্যান মো. মোকারম, এস এম জসিম, মো. বেলাল হোসেন, কাজল দে, শফিউল আজম শেফু, হামিদুল হক মন্নানসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্হিত ছিলেন।

এর আগে এম পি মোছলেম উদ্দিন সকালে কধুরখীল রসিক চন্দ্র সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন, কধুরখীল জলিল আম্বিয়া কলেজ মাঠে নওশা মিয়া ফাউন্ডেশনের উদ্দ‍্যোগে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবং দুপুরে উপজেলা আইন শৃঙ্খলা ও সমন্বয় সভায় অংশ নিয়ে দিক নির্দশনা মূলক বক্তব‍্য রাখেন ।