প্রধান পাতা

বোয়ালখালীতে খাজা গরিবে নেওয়াজের দুই দিনব্যাপী ওরশ আগামীকাল


Warning: strlen() expects parameter 1 to be string, array given in /home/khalinews/public_html/wp-includes/functions.php on line 262
(Last Updated On: )

বোয়ালখালীতে আশেকানে খাজা গরিবে নেওয়াজ এর দুই দিনব্যাপী ওরশ শুরু হচ্ছে আগামীকাল । আগামী ২৪ ও২৫ ফেব্রু) শুক্রবার ও শনিবার বোয়ালখালী সিরাজুল ইসলাম ডিগ্রী কলেজ মাঠে দুইদিন ব্যাপী এ ওরশ অনুষ্ঠিত হবে।

আশেকানে খাজা গরীবে নেওয়াজ বোয়ালখালী উপজেলার সিনিয়র সহ-সভাপতি রাশেদুল আলম সুমন জানান ৩য় দুই দিনব্যাপী ওরসের সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে ।

দুইদিন ব্যাপী ওরসে সম্মানিত মেহমান হিসেবে উপস্থিত থাকবেন আজমীর শরীফ দরবার শরীফের গদ্দিনশীন খাদেম শাহ সুফি সৈয়দ সালমান চিশতি (মা: জি: আ:) উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড এর পরিচালক ও মেসার্স জাহেদ ব্রাদার্স এর স্বত্বাধিকারী জাহিদুল হক । প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বোয়ালখালী উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস এম সেলিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বোয়ালখালী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মামুন ।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বোয়ালখালী উপজেলা আওয়ামীলীগের সভাপতি নুরুল আমিন চৌধুরী ।সভাপতিত্ব করবেন বোয়ালখালী পৌরসভার মেয়র জহুরুল ইসলাম জহুর।

বিশেষ মেহমান হিসেবে উপস্থিত থাকবেন হাওলাপুরী দরবার শরীফের সাজ্জাদানশীন ত্বরিকত শাহ সুফি সৈয়দ নইমুল কুদ্দুস আকবরী, সাতগাছিয়া দরবার শরীফের নায়েবে সাজ্জাদানশীন পীরে তরিকত শাহছুফী সৈয়দ আবুল ফজল মোহাম্মদ সাইফুল্লাহ সুলতানপুরী, চরণদ্বীপ দরবার শরীফের নায়েবে মোন্তেজেম হযরত আল্লামা মাওলানা সৈয় সাইফুল্লা ফারুকী (মা: জি: আ:), আহলা দরবার শরীফের নায়েবে সাজ্জাদানশীন মুফতি সৈয়দ মোহাম্মদ মাইনুল ইসলাম জুনাইদ ,পটিয়া সাতগাছিয়া দরবার শরীফের মুফতি শেখ সৈয়দ হুজ্জাতুল মোবাল্লিক সুলতানপুরী, খিতাপচর রহমানিয়া দরবার শরীফের নায়েবে সাজ্জাদানশীন মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ আফতাব উদ্দিন, চরণদ্বীপ দরবার শরীফের শাহজাদা মোহাম্মদ খাইরুল ইসলাম, আজিজ ভান্ডার দরবার শরীফের নায়েবে সাজ্জাদানশীন মাওলানা শাহজাদা সৈয়দ আজিজ খিতাপচরী আল মাজভান্ডারী ও শাহজাদা সৈয়দ রহমান মিয়া (মা: জি: আ:) হারবাংগিরি আল মাইজভান্ডারী।

আশেকানে খাজা গরীবে নেওয়াজ বোয়ালখালী উপজেলার সভাপতি এস এম ওমর ফারুক ও সাধারণ সম্পাদক মো: ওয়াহিদুল আলম জানান জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের অংশগ্রহন আয়োজনকে সমৃদ্ধ করবে।