খেলা

ব্যাটিংয়ে রদবদলের কারণ জানালেন সাকিব


Warning: strlen() expects parameter 1 to be string, array given in /home/khalinews/public_html/wp-includes/functions.php on line 262
(Last Updated On: )

ওমানের বিপক্ষে ১৫৩ রানের লক্ষ্য দাঁড় করিয়ে ২৬ রানের জয় দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বের আশা বাঁচিয়ে রাখল বাংলাদেশ। এই ম্যাচে শুরুতে ব্যাট করতে এসে ব্যাটিং অর্ডারে বেশ কয়েকটি পজিশনে পরিবর্তন আনতে দেখা যায় টাইগারদের। শুরুতে তিনে আসেন শেখ মেহদী। এরপর সব কয়টি পজিশনে পরিবর্তন আনতে দেখা যায় বাংলাদেশকে।

ওমানের ম্যাচে এমন ব্যাটিং অর্ডারে পরিবর্তনের কারণ জানালেন সাকিব আল হাসান। ব্যাট হাতে ৪২ রান ও বল হাতে তিন উইকেট শিকার করে ম্যান অব দ্য ম্যাচ হওয়া এই অলরাউন্ডার বলেন, ‘পরিস্থিতি অনুসারে কোচ, অধিনায়ক যাদের ভালো মনে করেছে তাদেরকেই পাঠানো হয়েছে। যারা সামর্থ্যবান ওরকম পরিস্থিতি সামাল দিতে…।’

তিনি বলেন, ‘একটা সময় এমন ছিল যে আমরা ১৭০-১৮০ ও করে ফেলতে পারতাম, যদি সাবার ব্যাটিংটা ক্লিক করতো। আর সে কারণেই অনেকের ব্যাঠিং অর্ডার ওঠা নামা করেছে। কিন্তু টি-টোয়েন্টি ক্রিকেটে এমন হয়েই থাকে। যখন একটা দল ১০-১২ ওভার ব্যাট করে এক বা দুই উইকেট থাকে তখন স্বাভাবিকভাবে ৬-৭ নম্বর ব্যাটসম্যানরা উপরের দিকে চলে আসে। আর এটা খুবই কমন প্র্যাকটিস টি-টোয়েন্টিতে।’

এমন পরিবর্তনের পরও অনেক ব্যাটসম্যান রান পায়নি, যার কারণে কতটা ঠিক হয়েছে তা নিয়ে জানতে চাইলে সাকিব বলেন, ‘যখন এরকম জিনিসগুলোতে দল সফল হয় তখন সবাই এটার কৃতিত্ব দেয় আর ব্যর্থ হলে সবাই এটাকে দোষ দেয়। আমরা যেহেতু ক্রিকেট খেলি, মনে করি এরকম দলের প্রয়োজনে কোচ, অধিনায়ককে অনেক সিদ্ধান্ত নিতে হয়। সতীর্থ হিসেবে আমরা দলের বাকিরা সেটাকে সমর্থন দেই। আমরা সব সময় চিন্তা করি কীভাবে দলে অবদান রেখে জেতানো সম্ভব।’