খেলা

মেসিকে সাবেক সতীর্থের সতর্ক বার্তা


Warning: strlen() expects parameter 1 to be string, array given in /home/khalinews/public_html/wp-includes/functions.php on line 262
(Last Updated On: )

বার্সেলোনার পর পিএসজিকে বেছে নিলেন লিওনেল মেসি। কেন বেছে নিয়েছেন তার কারণও জানিয়েছেন। সবগুলো কারণের মধ্যে পিএসজিতে থাকা বন্ধুদের টানকেই বড় করে দেখিয়েছেন মেসি। নেইমার, ডি মারিয়া, পারেদেসদের টানেই পিএসজিতে এসেছেন বলে জানিয়েছেন মেসি।

তবে মেসির বন্ধু ও সাবেক সতীর্থ সেস্ক ফ্যাব্রেগাস তাকে সতর্ক করে দিয়ে বলেছেন, বার্সার সাবেক অধিনায়কের জন্য ফ্রান্সে খেলাটা অতটা সহজ হবে না। ফ্রান্সের ক্লাব মোনাকোতে খেলছেন ফ্যাব্রেগাস। ফরাসি লিগের নাড়ি-নক্ষত্র বেশ ভালোই জানা তার।

দীর্ঘদিনের পুরোনো বন্ধুকে সতর্ক করে দিয়ে ডেইলি মেইলে দেয়া সাক্ষাৎকারে ফ্যাব্রেগাস বলেছেন, ‘ফরাসি লিগে মেসি খেলবে এটা জেনে এখানকার সব খেলোয়াড়রাই উত্তেজিত। মেসির বিপক্ষে খেলতে মুখিয়ে তরুণরা। আমি যে দলে খেলি মোনাকো, দলটিতে অনেক তরুণ প্রতিভা রয়েছে। মেসির আগমন তাদের জন্য দারুণ এক পরীক্ষা হবে। যখন সেরা খেলোয়াড়ের মুখোমুখি হতে হয়, তখন তারা নিজেদের সেরাটা দেয়ার চেষ্টাই করবে। আমাদের মেসিকে ছাড়াও সবকিছু নিয়ে ভাবতে হবে।’

পিএসজিতে মেসির ব্যর্থতা বড় ধরনের সমস্যা তৈরি করবে এমন ইঙ্গিতই দিলেন ফ্যাব্রেগাস। বললেন, ‘অবশ্যই পিএসজি যখন লিগ জিততে ব্যর্থ হয়, তখন সবাই এটিকে ভয়াবহ ব্যর্থতা হিসেবেই ধরে নেয়। কারণ পিএসজি অনেক বেশি টাকা ব্যয় করেছে। সবাই এটিকে (লিগ ওয়ান) এক দলের লিগ মনে করে। কিন্তু গত পাঁচ বছরে মোনাকো এবং লিল কিন্তু এটি ভেঙে দেখিয়েছে। বিষয়টা মানুষ যত সহজ ভাবে তেমন নয়। এখানে অনেক প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ আগ্রাসী দল রয়েছে। যাদের দ্রুতগতিসম্পন্ন তরুণ খেলোয়াড় আছে।’

প্রসঙ্গত, ২০১১ থেকে ২০১৪ পর্যন্ত তিনটি মৌসুম মেসির সঙ্গে বার্সেলোনায় খেলেছেন ফ্যাব্রেগাস। এর আগে ইয়ুথ ক্যারিয়ারেও লা মাসিয়ায় সতীর্থ ছিলেন মেসি ও ফ্যাব্রেগাস। তাই স্প্যানিশ তারকা বার্সেলোনা ছেড়ে গেলেও তাদের বন্ধুত্বে ফাটল ধরেনি।