আন্তর্জাতিক

৮০ আফগান শরণার্থীকে আশ্রয় দিলো পর্তুগাল


Warning: strlen() expects parameter 1 to be string, array given in /home/khalinews/public_html/wp-includes/functions.php on line 262
(Last Updated On: )


বিশ্বের অন্যান্য দেশের মতো মানবিকতার পরিচয় দিয়েছে ইউরোপের দক্ষিণ-পশ্চিমের দেশ পর্তুগাল। ৮০ জন আফগান নাগরিককে শরণার্থী শিবিরে আশ্রয় দিয়েছে তারা। লিসবনের হামবের্তো ডেলগাদা বিমানবন্দরে এ আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে।

এ বিষয়ে পর্তুগাল অভিবাসী সীমান্ত-সেবার (এসইএফ) সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে জানানো হয়, আমরা রোববার রাতে ৮০ জন পুরুষ, নারী এবং শিশুদের আফগান শরণার্থীর একটি দল লিসবন বিমানবন্দরে গ্রহণ করেছি। এ সময় শরণার্থীদের পর্যবেক্ষণ, সীমান্ত নিয়ন্ত্রণ, বিশেষ ভিসা প্রদান, বায়োমেট্রিক তথ্য সংগ্রহের জন্য প্রায় ২০ জন (এসইএফ) কর্মকর্তা উপস্থিত ছিলেন।

আফগানিস্তান তালেবানের দখলে চলে যাওয়ায় মরিয়া হয়ে দেশ ছাড়ছেন দেশটির নাগরিকরা। দেশের সাধারণ জনগণ নিরাপদ জীবনের প্রত্যাশায় জীবনের ঝুঁকি নিয়ে বিশ্বের বিভিন্ন দেশে পাড়ি দেওয়ার জন্য মুখিয়ে রয়েছেন। এরই মধ্যে আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, ভারত এবং ইউরোপের বিভিন্ন দেশে শরণার্থী শিবিরে স্থান পাচ্ছেন আফগানিস্তানের নাগরিকরা।